বানিয়াচোঁ জয়নব বানু (জে.বি.) উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর। ১৯৭০ খ্রি: জুনিয়র বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ১৯৮৫ খ্রিষ্টাব্দে মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতি পেয়ে প্রথমবার শিক্ষার্থীরা এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে। বিদ্যালয়টি চাঁদপুর-কুমিল্লা সড়কের উত্তর পাশে বানিয়াচোঁ মৌজায় মনোরম পরিবেশে অবস্থিত। এটি শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়। এটি একটি দ্বিতল ভবন প্রতিষ্ঠান। খ-ঝযধঢ়বফ আকারে বিদ্যালয়টি পূর্ব-দক্ষিণ মুখী। পড়াশুনার পাশাপাশি এখানে সহপাঠক্রমিক কার্যক্রম চলছে। বিদ্যালয়টিতে পাঠাগার, ল্যাংগুয়েজ ক্লাব, বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাব রয়েছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
২০১৯ সালে স্কুলটি বিয়াম ফাউন্ডেশনের অধিভুক্ত হয়ে নামকরণ হয় “বিয়াম ল্যাবরেটরি স্কুল”। বর্তমানে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫০ এবং শিক্ষকমন্ডলী ১৮ জন। সফলতার ক্ষেত্রে ২০১৮ সালে স্কুলটি PEC পরীক্ষা শতভাগ A+ নিশ্চিত করেন। ২০১৮ ও ২০১৯ সালে ৬০% ট্যালেন্টপুল বৃত্তি নিশ্চিত করে।২০২৩ সালে এসএসসি (১ম ব্যাচ) ৬০% A+ ও শতভাগ পাশ অর্জ ন করে। এই স্কুলের শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ভালো অবস্থান সহ নানা সাংস্কৃতিক কার্যক্রমে জাতীয় পুরষ্কার অর্জন করেছে।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, মাননীয় সংসদ সদস্য ২৬৪ চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) এম.পি মহোদয় ৪ তলা ভবন উদ্ভোধন করতে এসে তিনি বলেছেন “এই প্রতিষ্ঠানটি শুধু চাঁদপুর নয়, সারাদেশের মডেল হিসেবে কাজ করবে।”
শিক্ষার হার কে শত ভাগ করা, শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনীকায় ও স্মার্ট করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস